সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে শারমিলা (৮) নামে এক শিশুর মৃত্যু
হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মদিনা মসজিদ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। শারমিলা পটুয়াখালী জেলার পৌরসভার বাঁধঘাট এলাকার আবু সালেহ’র মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, শারমিলা ঈদে নানা মৃত ছত্তার খলিফা বাড়িতে
বেড়াতে আসে। দুপুরের পর থেকেই শারমিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে
শারমিলাকে ভাসমান অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। পরে বাড়ির লোকজন উদ্ধার করে দুপুর পৌনে দুইটার দিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তুষার আহম্মেদ মৃত বলে ঘোষণা করেন।