সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় গলাচিপা প্রেস ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, সহসভাপতি মো. মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান। সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপা উপজেলা বিএনপি সর্বক্ষেত্রে কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনে বিএনপির সমর্থন থাকবে। দেশের শান্তি ও উন্নয়নে বিএনপি সবসময় গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।’