সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর গলাচিপায় বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় বেইজ বিল্ড ডিজিটাল একাডেমি মাঠে এটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জুনিয়র কিংস ১-০ গোলে বাংলা টাইগার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ছাত্র-ছাত্রীদের মনোবল বাড়াতে সাহায্য করে- এই ধারনাকে সামনে রেখে বেইজ বিল্ড ডিজিটাল একাডেমি পরিবার আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেদওয়ান তালালের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. জহিরুন্নবি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মো. কামাল হোসেন, পূবালী ব্যাংক পিএলসি গলাচিপ শাখার অপারেশন ম্যানেজার মো. মেহেদী হাসান, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. জহিরুল ইসলাম, সালেহা খাতুন সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ। প্রধান অতিথি মো. নাসিম রেজা বলেন, ‘এই ধরনের খেলাধুলার আয়োজন বেসরকারি বা প্রাইভেট স্কুলগুলো করে থাকে, কারণ বেসরকারি প্রতিষ্ঠানের অনেক জবাবদিহিতা থাকে। বিশ্বের উন্নত দেশগুলোয় এ ধরনের একাডেমিতে পড়ালেখার পাশাপাশি ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা অনুষ্ঠিত হয়। এ জন্যই তারা খেলাধুলায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে থাকে। বেইজ বিল্ড ডিজিটাল একাডেমিকে ধন্যবাদ তারা এ ধরনের ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে। এই প্রতিষ্ঠানের সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।’ ফাইনাল ম্যাচে স্কুল ক্যাম্পাসে ছিল টানটান উত্তেজনা। প্রথমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, পরে প্রধান অতিথি ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলাটি পরিচালনা করেন বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য মো. রিয়াদ হোসেন। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক লুতফর রহমান আওলাদ।