সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে শহরের সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কমীরা অংশ নেয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরমঞ্চ চত্বরে এসে শেষ হয়। গত বুধবার (১১ জুন) গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্রঅধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার বক্তব্যের একাংশে বলেন, ‘ছাত্রঅধিকার পরিষদের জন্ম না হলে ২৪ এর গণঅভ্যুত্থান হতো না।
ওই বক্তব্যে তিনি আরো বলেন, ‘গলাচিপা-বন্যাতলী সড়কের কাজ বিএনপির ঠিকাদার কাজ না করে ফেলে রেখেছে। যার কারণে মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে।’ নুরের এ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী পৌর চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমাান শাহিন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ‘উল্লেখিত সড়কটি বিএনপির কোন ঠিকাদার করেনি। বরংপতিত স্বৈরশাসকের একজন ঘনিষ্ঠ ঠিকাদার কাজটি না করে ফেলে রেখেছে।
এ দায়ভার বিএনপি নেবে না। গণঅধিকারের প্রধান নুরুল হক নুর বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে স্থানীয় বিএনপির সাধারণ নেতা- কর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছে।’ বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ভিপি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ নাসির উদ্দিন, আসাদুজ্জামান সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুশফিকুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের ১ নম্বর সদস্য মোস্তাফিজুর রহমান মঈন, যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলী জিন্নাহ, সদস্য সচিব ফজলুল হক শাকিল, উপজেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় রুবেল, সদস্য সচিব সাব্বির আহম্মেদ প্রিতম প্রমুখ।