মোঃ ফরহাদ হোসেন বাবু :পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তার হাওলাদার সাক্ষরিত শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার সকল পর্যায়ের বি এন পি নেতাকর্মীদের উদ্দেশ্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছ।
বিজ্ঞপ্তিতে বলা হয়—বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামী সংগঠন। দলের প্রতিটি কর্মীকে জনগণের কাছে গ্রহণযোগ্য এবং আস্থাভাজন হতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, অনেক নেতা-কর্মী সংগঠনের শক্তি ও প্রভাব ব্যবহার করে সালিশ পক্ষপাত দুষ্ট মধ্যস্ততাকারী, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি জনগণের আস্থা হারানোর কারণ হয়ে দাঁড়াচ্ছে।
উপজেলায় উল্লেখিত কারণে বিজ্ঞপ্তিতে কঠোরভাবে জানানো হয় বিএনপি তথা, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা বা কর্মী যেন এসব অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না থাকে। দলের ভাবমূর্তি নষ্টকারী কাউকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না। যদি কেউ এ ধরনের কার্যকলাপে জড়িত থাকে তবে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী হিসেবে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিএনপির সকল স্তরের কর্মীদের প্রধান দায়িত্ব হলো জনগণের অধিকার রক্ষা করা, গণমানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা। জনগণের পাশে থেকে দুঃখ-কষ্ট ভাগাভাগি করা এবং মানবিক আচরণ প্রদর্শনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা। কারণ, বিএনপি জনগণের শক্তির ওপর ভিত্তি করেই টিকে আছে।
বিগত কয়েকমাস যাবত উল্লেখিত বিষয়ে স্থানীয়ভাবে নানা প্রতিক্রিয়া দেখা গেছে যা দলের ভিতরে মতভেদ সৃষ্টি করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সমুন্নত রাখতে উপজেলা নেতাদের এ সিদ্ধান্ত গুরুত্ব বহন করে বলে সকলে মনে করেন। নেতাকর্মীদের দ্বারা সালিশসহ সকল প্রকার প্রভাব থেকে দলকে মানুষের কাছে আরো গ্রহনযোগ্য করতে হলে নেতিবাচক দিকগুলো থেকে নেতাকর্মীদের ফিরে আসতে হবে বলে স্থানীয়রা মনে করেন।
গলাচিপা উপজেলা বিএনপির পক্ষ থেকে কঠোরভাবে জানানো হয়েছে, উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীদের উল্লেখিত নির্দেশনা যথাযথ মেনে চলার আহবান করেন এবং এর বিপরীতে দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গ করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না।