সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ-পটুয়াখালীর গলাচিপা মহিলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া। পূর্ণাঙ্গ এ কমিটির সভাপতি মনোনীত হলেন ডা. মো. নুরুল আমিন।আগামী রবিবার (১১ মে) কলেজ মিলনায়তনে কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে বলে বিষয়টি নিশ্চিৎ করেছেন অ্যাডভোকেট জিয়াউর রহমান। অ্যাডভোকেট জিয়া বলেন, ‘আমাকে গলাচিপা মহিলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করায় আমি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য গলাচিপা-দশমিনার গণমানুষের নেতা হাসান মামুন, পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবকবৃন্দসহ মনোনয়ন বোর্ডের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।