মোঃ সাইফুল ইসলাম:গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তের হামলায় ইলিয়াস মিয়া (৪০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের ছড়ার বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস মিয়া উপজেলার সর্বানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রামভদ্র খানাবাড়ি গ্রামের মৃত আব্দুল ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার (৬ জুন) রাতে সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র (খানাবাড়ি) গ্রামের ছড়ার বিলে যান বিএনপি নেতা ইলিয়াস। এসময় ইলিয়াসকে একা দেখতে পেয়ে দেশীয় অস্ত্রসহ ৪/৫ জন দুর্বৃত্ত হামলা চালায়। ইলিয়াসের চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার আরও অবনতি হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ জুন) বিকেলে তিনি মারা যান। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসী হামলায় গুরুতর আহত এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।