বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসা বর্বরতা ও শিশু হত্যার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে বাউফল বয়েজ-০৮ পাবলিক ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও বাউফল পাবলিক মাঠ মুক্ত মঞ্চে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,পৌর ছাত্র দলের সাবেক আহবায়ক আবদুল্লাহ আল ফাহাদ,ডা. মিরাজুল ইসলাম,রুমেন সিকদার প্রমুখ। এরপর প্রতিবাদ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।