নার্গিস আক্তার স্মৃতি, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের ৬ আসনে টঙ্গী পূবাইল গাছা বিশাল আনন্দ রেলি উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুরের বিশাল আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। সোমবার বিকেলে টঙ্গীর কলেজ গেইট থেকে মিছিল টি শুরু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী গিয়ে পথ সভার মাধ্যমে সমাপ্ত করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা এতে নেতাকর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার,পেস্টুন। গাজীপুর-৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী প্রভাসক বশির উদ্দিন বসির ভাইয়ের নেতৃত্বে আজ একলা সেপ্টেম্বর শোভাযাত্রায় । উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি, প্রভাসক বশির উদ্দিন বসির ।
সফল করার জন্য আজকের জনসভায় প্রাণ প্রিয় সেই এফ রহমান হলের ছাত্রনেতা প্রভাষক বশির উদ্দিন বসির ভাই গাজীপুর ৬ আসনের টঙ্গী, পূবাইল ও গাছা থানা, ও ছয় আসনের এমপি প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গাজীপুর জেলা ও মহানগর। যুবদলের সাবেক সফল সভাপতি বর্তমান টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র সংগ্রামী আহবায়ক প্রভাষক বশির উদ্দিন বশির ভাই স্লোগান দিচ্ছেন এবং রেলিতে আরো উপস্থিত ছিলেন সকল ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের নেতা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিজয় রেলিতে উচিত ছিলেন সাবেক ছাত্রনেতা টঙ্গী সরকারি কলেজের ভিপি আছাদ ভাই আরো উপস্থিত ছিলেন সেলিম কাজল, জুয়েল মুন্না শামীম শুভ সেলিম শাহীন সকল ওয়ার্ডের নেতা নেতৃবৃন্দ ছিলেন এবং বিজয় রেলিতে অংশগ্রহণ করেন।