নার্গিস আক্তার স্মৃতিঃ গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনার মধ্যেই সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা হাসান উদ্দিন সরকার দাবি করেছেন, তিনি ইতোমধ্যেই দলীয় মনোনয়ন পেয়েছেন। শনিবার টঙ্গীতে বিএনপি আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপনারা নিশ্চিন্তে থাকুন, যে যাই বলুক না কেন গাজীপুর-৬ আসনের নমিনেশন আমি পেয়েছি। কেউ যা-ই বলুক, ফালপারতে দেন, সবাইকে শেষ পর্যন্ত আমার কাছেই আসতে হবে। বড় দলের ভবিষ্যৎ আছে, এখানে কারও ব্যক্তিগত চালাকি বা ছলচাতুরী টিকবে না।” তিনি অভিযোগ করেন, দলের ভেতরে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে।
এ সময় তিনি নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হাসান উদ্দিন সরকার আরও বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দুর্নীতিমুক্ত বাংলাদেশের সূচনা হবে। তারেক রহমানের নেতৃত্বেই এদেশ আবার সোনার বাংলায় রূপান্তরিত হবে। তাই নেতাকর্মীদের এখন একমাত্র লক্ষ্য হতে হবে তারেক রহমানকে শক্তিশালী করা এবং আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকা।” সম্মেলনে গাজীপুর মহানগর ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থেকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন। এদিকে তার এ বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম নিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্র থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। ফলে হাসান উদ্দিন সরকারের এই মন্তব্যে অনেক নেতাকর্মীর মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে।