দিদারুল হৃদয়; খাগড়াছড়ি। বর্ণাঢ্য আয়োজনে গুইমারা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বুধবার ৪টার দিকে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুইমারা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুইমারা বাজারের স্যোসাল ইসলামি ব্যাংকের সামনে এসে শেষ হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন গুইমারা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ও প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক এডভোকেট আব্দুল মালেক মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ উপজেলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুরদর্শী চিন্তার মাধ্যমে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে আসন্ন নির্বাচনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আঃ ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।