1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : Nazrul Islam : Nazrul Islam
  3. [email protected] : pbangladesh :
গুইমারায় যানজট নিরসনে ইউএনও, স্বস্তিতে সাধারন মানুষ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় মন্দিরের প্রতিমা ভেঙে স্বর্নের চোখ নিয়ে গেছে দূর্বৃত্ত কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত সচেতনতা বিষয়ক কর্মশালা মহিপুরে মসজিদ ছুয়ে ভেটের প্রতিশ্রুতি দিলেই মিলছে জেলে চাল, বঞ্চিত প্রকৃত জেলেরা কলাপাড়ায় হিফজ সমাপনী হাফেজ ছাত্রদের দস্তারবন্দী মার্কিন নিষেধাজ্ঞা: যা যা করতে পারবেন না সাবেক সেনাপ্রধান আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব রংপুরে বিএনপি নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উদযাপিত hello world নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

গুইমারায় যানজট নিরসনে ইউএনও, স্বস্তিতে সাধারন মানুষ

সংবাদদাতা :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২২ বার দেখা হয়েছে

দিদারুল হৃদয়: গুইমারা(খাগড়াছড়ি) প্রতিনিধি: গুইমারায়  সাপ্তাহিক হাটবার মঙ্গলবারে লেগে থাকা যানজটের অবসান হলো।মহাসড়কে বাজারের পন্য বিক্রি, সকাল বেলা সড়কের উপর গাড়ি লোড- আনলোডের কারনে  তীব্র যানজটের এই সমস্যাটা গুইমারার জন্য পূরান ঘটনা ছিলো।অনেকে অনেক উদ্যোগ গ্রহন করেও পারেনি বাস্তবায়ন করতে।অবশেষে বর্তমান গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী অনেকটা সফল হয়েছেন বলে মনে করছেন যানজটের কারনে ভুক্তভোগী লোকজন। সোমবার থেকে মাইকিং করে গন সচেতনতা তৈরি সহ  মঙলবার সকাল থেকে পুলিশ ও আনসার সদস্যদের  সাথে নিয়ে রীতিমতো মহাসড়কে বসা বিভিন্ন পন্য  -ক্রেতা -বিক্রেতা ও পরিবহন চালকদের সচেতনতা করনে বাজারে নানান মূখি কার্যক্রম পরিচালনা করেন ইউএনও। এসময় তিনিঁ সমতল থেকে আসা ব্যবসায়ীদের অনুরোধ করে বলেন, সকালে নয়,  দুপুর বেলায় যাতে পন্যবাহী গাড়ি লোড করেন। চট্টগ্রাম থেকে আসা শান্তি পরিবহনের যাত্রী এনজিও কর্মী প্রশান্ত চাকমা বলেন, মঙ্গলবার গুইমারায়  যানজট নতুন কোন ঘটনা নয়।গত সপ্তাহে যেমন গরম তেমনই যানজটের কারনে তিনি গাড়িতেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি বলেন, এটা চরম ভোগান্তি সকল শ্রেণিপেশার মানুষের জন্য।যানজট নিরসনে ইউএনওর এমন কার্যক্রম গুইমারার অসুস্থ রোগী তথা চট্টগ্রাম খাগড়াছড়িগামী সকল শ্রেনী পেশার মানুষের জন্য ভোগান্তি লাগব হবে বলে তিনি আশা করেন ।  মূলত :সপ্তাহের শনি ও মঙ্গলবার হাটবার। বেশ লোকসমাগম হয় এ বাজারে। বাজারটি বেশ পুরনো ও ঐতিহ্যবাহী বাজার। হাটবারে দূর দূরান্তের পাহাড়ে উৎপাদিত কৃষি পণ্যসহ নানান কিছু বিক্রি করতে আসা লোকদের জীবনের ঝুঁকি নিয়ে দাড়াঁতে হয় মূল সড়কের পাশে। আবার বেপারিদের ক্রয়কৃত পণ্যও রাখতে হয় মূল সড়কের পাশে। মূল সড়কের পাশে পার্কিং করে পণ্য বোঝাই করা ট্রাক বা পিকাপ। এ কারণে হাটবারে যানজট আরও প্রকট আকার ধারণ করে।  বিষয়গুলোকে গভীর পর্যবেক্ষণ করে ইউএনও রাজীব চৌধুরী ভাড়ায় চালিত  সিএনজি, অটো, মোটর সাইকেল চালক সমিতির নেতৃবৃন্দদের নিয়ে যানজট নিরসনে আলোচনা করেন এবং সকাল থেকে  দুপুর ২ টার পূর্বে মহাসড়তে কোন পরিবহনে মাল বোঝাই না করার বিষয়ে  আলোচনা করেন। কাঠাল বিক্রেতা কমলা চাকমা বলেন,এরকম নিয়ম হলে আমরা সকাল সকাল মালপত্র নিয়ে চলে আসবো বাজারে। তাহলে সবার জন্য ভালো হবে। কাঁচামাল ক্রেতা (বেপারী)মোঃ সাদেক মিয়া জানান,অনেক বছর যাবৎ তিনিএ বাজারে ব্যবসা করেন। গাড়ি লোড, আনলোড, কেনা বেচা সব কিছুই যার যার ইচ্ছে মত হয়। সকাল বেলা গাড়ী লোডিং এর কারনে যানজট তৈরি হয় এটা মিথ্যে নয়।বিকাল বেলা লোড হলে যানজট হবে না। তবে বিকাল বেলায় লোড দিয়ে ব্যবসায়ীরা কাঁচা মাল নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁচতে কষ্ট হবে। পন্যবাহী ট্রাক চালক মোঃ মনির হোসেন বলেন, তার গাড়িতে কাঁঠাল লোড করা হয়েছে।পিরোজ পুর যাবেন।আজ দুপুরের পরে তার গাড়ি লোড দেওয়া হয়েছে।এর আগে সকালে তিনি লোড করে রাখতেন। গাড়ি ছেড়ে যেতেন সন্ধার পর।দুপরের পরে লোড দেওয়া তার কোনো সমস্যা হয়নি।বরং নিরিবিলি পরিবেশে লোড হয়েছে এটা  ব্যবসায়ীদের জন্য ভালো হয়েছে। কিশোরগঞ্জ থেকে আসা ব্যবসায়ী মোঃ রিপন বলেন,এ নিয়মে তার কোন সমস্যা নেই, তবে কাঁচা মালের মোকাম সকাল বেলায় হয়।রাতে পৌচতে পারলে সুবিধে হবে।বাজারের লেবার হয়তো কম, যার কারনে দুপুর বেলায় লোড দিলে সিরিয়াল পেতে কষ্ট হয়। বাজারের পন্যলোড কারী শ্রমিক সর্দার সাত্তার মিয়া জানান,লোড করতে একটু কষ্ট হলেও এই নিয়মটা সকলের জন্য মঙ্গল হয়েছে। বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিপ্লব শীল বলেন, ব্যবসায়ীদের সাথে তিনি কথা বলেছেন, দুপুর ২টার পর গাড়ি লোড হলে কোন সমস্যা,নেই তাদের।তিনি ইউএনওর এমন উদ্যোগ সকলের জন্য ভালো হয়েছে বলে মনে করেন। এমন উদ্যোগের বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন,স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ব্রিজ পর্যন্ত সাপ্তাহিক হাটবারে যে পরিমানে যানজট হয় সাধারন মানুষের জান মালের ভোগান্তির সৃষ্টি হয়।অনেক সময় জরুরি চিকিৎসার জন্য অসুস্থ রোগী নিয়ে এম্বুলেন্স ও পার হতে পারেনা।দূর পাল্লার যাত্রী,অসুস্থ রোগী ও স্কুল গামী ছাত্র- ছাত্রী ও সাধারন জনগনের ভোগান্তি লাগব করতে ২টার পর গাড়ি লোড -আনলোড সহ সড়কে হাটের দিন অহেতুক গাড়ি পার্কিং না  করতে মাইকিং করা হয়েছে।মূলত এটা একটা জনসচেতনতা মালক কাজ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ৪:৩৩
  • ৬:৪০
  • ৮:০৩
  • ৫:১৩
শিক্ষা তথ্য পত্রিকার কোন লেখা, ছবি বা ভিডিও কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি