দিদারুল হৃদয় গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় হাজীপাড়া সমাজ পরিচালনা কমিটি’র উদ্যোগে দেশনেত্রী বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার বাদ মাগরিব উপজেলার বিজিবি হাসপাতালের সামনে হাজীপাড়া জামে মসজিদে তিন তিনবারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাজীপাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি, মোঃ ইকবালের এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্নসম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাবেক সভাপতি মোঃ ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক মোঃ মাহাবুব আলী, যুগ্মসম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, হাফছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফারুক হোসেন সুমন, যুগ্ম সম্পাদক দিদারুল হৃদয় সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা।
এছাড়াও শিক্ষক, সাংবাদিকসহ অত্র এলাকার শতশত আপামর জনসাধারণের উপস্থিতে হাজিপাড়া জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম দেশনেত্রী বেগম জিয়ার রোগমুক্তি ও শারিরীক সুস্থ্যতার জন্য দোয়া পরিচালনা করেন।