পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:-চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আবেদীন কলোনির বাসিন্দা দিলরুবা বেগম পীপা (৩৫) হত্যা মামলায় জামিন পেয়েছেন স্বামী আব্দুল আলিম প্রকাশ আলম (৪৮)। এর আগে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন কর্ণফুলী থানা পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এর বিচারক শুনানি শেষে আসামির জামিন মঞ্জুর করেন। বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ আলম জামিনে মুক্ত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করছেন বিএনপির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহবায়ক সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, দক্ষিণ জেলা বিএনপির নেতা ও পটিয়া পৌর সদরে আবদু সাত্তার জামে মসজিদের প্রতিষ্টাতা শিল্পপতি প্রবাসী আবুল বশর, সমাজ সেবক আবু ফরিদ সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ বলেন, আলম একজন ভদ্র ও ভালো মানুষ তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আদালতে তাহা প্রমানিত হয়েছে।