মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃগোগনগরে উলামা পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ ডিসেম্বর বাদ মাগরিব সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মহা সম্মেলনের আয়োজন করা হয়।
মহাসম্মেলন গোগনগরে উলামা পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা শরিয়ত উল্লাহ সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফতি হাসান জামিল দা.বা.খতিব,সায়েন্স ল্যাবরেটরি জামে মসজিদ ঢাকা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মিলন হোসেন (শ্যামল) স্বওাধীকারী আরমান ফ্লাওয়ার মিলস, মাছুয়া বাজার নারায়ণগঞ্জ।
বিশেষ বক্তা আলহাজ্ব মুফতী আব্দুর সবুর কাসেমী দা.বা. মুহতামিম ও শায়খুল হাদীস জামিয়া মাদানিয়া কাসেমূল উলূম মাদ্রাসা কাশিপুর মাদ্রাসা।মাওলানা মুফতী হাফীজুদ্দীন দা.বা.জামি”য়াতুল আবমান আল ইসলামিয়া রামপুরা ঢাকা।
আরো ওয়াজ করেন স্হানীয় ওলামা কেরামগণ।