মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জাকের পার্টির পবিত্র বিশ্ব উরশ শরীফ-২০২৫ উপলক্ষে কেন্দ্রীয় দাওয়াত মিশন সভা ও জলসা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ২২ ডিসেম্বর রাতে গোগনগর তাজেক প্রদান প্রধান স্কুল মাঠে মিশন সভা ও জলসা মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর থানা কর্মী প্রধান নজরুল ইসলামের সভাপতিত্বে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সদস্য,কেন্দ্রীয় সমন্বয়ক পরিষদ খাদেম- বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ। কর্মী প্রধান, নারায়ণগঞ্জ জেলা নগর কর্মী গ্রুপের খন্দকার শাহ আলম। জলসা মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন মুফতি মাওলানা শাহিউদ্দিন মণিপুরী (মাগুরা) খাদেম বিশ্ব জাকের মঞ্জিল।মাওলানা আঃ গাফফার (নাঃগঞ্জ) খাদেম – বিশ্ব জাকের মঞ্জিল। গোগনগর ইউনিয়ন কর্মী প্রধান আলেক চানের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নাজির উদ্দিন মাদবর,আতাউর রহমান রতন, ওসমান গনি। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ও মহানগর কর্মী গ্রুপের সহকারী প্রধানগণ।