আমাদের সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব অর্থায়নে উক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ঈদের আনন্দ উৎসবে পরিনত করতে দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বাসায় গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। ২৯ মার্চ ২০২৫, সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ফুলজান আদর্শ স্কুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭,৮,৯ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর রাকিবুল ইসলাম ইফতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদনাইল আলোকিত যুব শক্তি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: রাসেল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও ফুলজান আদর্শ স্কুলের প্রধান শিক্ষক জিএম সোলায়মান। আরো উপস্থিত ছিলেন ইয়ুথ লীড গ্লোবাল এর হেড অফ এইচআর মেহেদী হাসান আশিক, হেড অফ কমিউনিকেশন মো:রাকিবুল হাসান, গোদনাইল আলোকিত যুব শক্তি’র অর্থ সম্পাদক রাতুল হাসান, পাঠাগার সম্পাদক রায়হান ইসলাম, সেচ্ছাসেবী তায়েব হাসান তাজবীর প্রমুখ।