1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে - বারো ক্লাস পড়ুয়া ,নন্দিতা দাস- যোগায় বহু সম্মানে সম্মানিত - শিক্ষা তথ্য
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে যুবদল নেতা হুমায়ুন কবিরের নেতৃত্বে সাবেক এমপি এড. আবুল কালামের জনসংযোগে যোগদান বন্দরে সিএনজি মালিক ও শ্রমিক কমিটির শোডাউন নিয়ে সাবেক এমপি কালামের র‍্যালিতে যোগদান ৭২ তম বর্ষে কালী প্রতিমার আবরণ উন্মোচন করলেন- অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ছাতকে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামীসহ ০৫ জন গ্রেফতার রাত পোহালেই কালী পুজো, কুমারটুলী পাড়া ও বাজারে বাজারে প্রতিমা নিতে উদ্যোক্তাদের ভীড় গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে – বারো ক্লাস পড়ুয়া ,নন্দিতা দাস- যোগায় বহু সম্মানে সম্মানিত সবাইকে মাঠে কাজ করার আহবান পরে মনোনয়ন চুড়ান্ত করা হবে ছাতকে দোলারবাজার ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বিএনপি ওয়ার্ড কমিটি ঘোষণা কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে – বারো ক্লাস পড়ুয়া ,নন্দিতা দাস- যোগায় বহু সম্মানে সম্মানিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৮ Time View

আজ ১৮ই অক্টোবর শনিবার, প্রত্যন্ত গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে নন্দিতা দাস, গাংনাপুর ,দেবগ্রাম অঞ্চলে অবস্থিত- দাস পরিবারের ছোট মেয়ে, ১২ ক্লাসে পড়ুয়া , যোগায় পারদর্শী নন্দিতা দাস, স্কুলের গণ্ডিতে ঢোকার আগে থেকেই অর্থাৎ ছয় বছর বয়স থেকেই যোগায় তার আগ্রহ, দেখতে দেখতে ১৮ টি বছর, নানা কষ্টের মধ্য দিয়ে স্কুলের পড়ার সাথে সাথে, যোগা কি বেছে নিয়েছে তাহার পথচলা।

মা শম্পা দাস ,বাবা প্রকাশ দাস, তাহাদের দুই মেয়েকে নিয়ে ছোট্ট সংসার, বড় মেয়ে জয়িতা দাস নার্সিং পড়ুয়া ,আর ছোট মেয়ে নন্দিতা দাস বারো ক্লাস পড়ুয়া ও যোগায় পারদর্শী, দুই মেয়েকে নিয়ে মা বাবার ভরসা , আর তাহাদের জীবনের বড় পাওয়া মেয়েদেরকে বড় করা, তাই প্রত্যন্ত গ্রামে থেকে মেয়েদেরকে এগিয়ে চলার পথ দেখিয়ে চলেছেন, মেয়েদেরকে বড় করে তোলার জন্য বাবা বিদেশ পাড়ি দিয়েছেন, এমনকি মেয়েদের কথা ভেবে, বাড়িতে প্রায় না আসার মতো, তিনি বলেন মেয়েরা প্রতিষ্ঠা হোক এটাই আমার কাছে বড় পাওনা, তার মাও মেয়েদেরকে নিয়ে, সব সময় পাশে থেকে চলার পথ দেখাচ্ছেন।, সমস্ত কিছু আনন্দ ভুলে গিয়ে মেয়েদের পাশেই রয়েছেন,

নন্দীতার মা জানান, আজ আমি হ্যাপি, আমার পরিশ্রম সার্থক, যেভাবে ছোট মেয়ে বিভিন্ন প্রতিযোগিতায় পারদর্শী হয়ে সম্মান ছিনিয়ে আনছে। আর যা হারা আমাকে সহযোগিতা করেছেন, সব সময় উৎসাহ যুগিয়েছেন, এমনকি নন্দিতাকেও এগিয়ে চলার পথ দেখিয়ে চলেছেন আমি তাহাদেরকেও ধন্যবাদ জানাই, ধন্যবাদ যানাই শিক্ষক মহাশয়দের, ধন্যবাদ জানাবো দীপান্বিতা দত্তকে যে আমাকে সব সময় সাহস যোগীয়েছেন, আমার মেয়েকে সাহস যোগীয়েছেন,

তিনি আরো বলেন, আমার মেয়ে বলে নয়, ওর আগ্রহ আমাকে প্রেরণা জুগিয়েছে, আজ বহু দেশ থেকে প্রতিযোগিতার ডাক আসে, আর্থিক অবস্থার জন্য কিছুটা পিছিয়ে যেতে হয়, তাই যদি সরকারের তরফ থেকে এবং বিভিন্ন অর্গানাইজেশনের তরফ থেকে যদি সহযোগিতা পেতাম, তাহলে হয়তো মেয়েকে আরো এগিয়ে নিয়ে যেতে পারতাম। তবুও চেষ্টা করছি যতটুকু সম্ভব করার। আর এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছেন বিভিন্ন প্রতিযোগিতায়, মাল্টি ট্যালেন্টেড স্কুল টিচার, যোগা, মাউথ অর্গান , আর্ট ও মডেলিং এ পারদর্শী ,সবার প্রিয় রেখা সিংহ, যিনি সব সময় মেয়ের পাশে থাকেন, নতুন দিশা দেখান।

স্কুল পড়ুয়া নন্দিতা দাস, লড়াইয়ের মধ্য দিয়ে, এবং সকলের সহযোগিতা নিয়ে এই ১৮ বছর বয়সে ডুবাই পারদর্শিত অর্জন করেছেন, প্রতিযোগিতায় সকলকে হারিয়ে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, গ্রাম বাংলা থেকে জেলাস্তরে, ডিস্ট্রিক্ট লেভেলে এমন কি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থান অধিকার করে জয়ের ধ্বজা উড়িয়েছেন। গ্রামের মুখ উজ্জ্বল করেছেন, ছোট থেকে বড় মিলিয়ে প্রায় ৩০ থেকে ৪০ টি বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছে । এবার নন্দিতা দিল্লি পাড়ি দিতে চলেছে প্রতিযোগিতায়।

নন্দিতা দাস যোগা প্রতিযোগিতায় সম্মানিত হয়েছেন…… ১২ ই অক্টোবর, দীঘা কাপ ২০২৫, তৃতীয় স্থানাধিকারী। ৩রা সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে, ৭ই জুন দার্জিলিং থেকে,
তৃতীয় স্থান uysf এশিয়া প্যাসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৫ প্রথম উইনার,
3rd uysf ন্যাশনাল যোগা স্পোর্টস চ্যাম্পিয়ন শিপ এ প্রথম প্লেস।

চতুর্থ uysfwb যোগা স্পোর্টস চ্যাম্পিয়ন শিপ, ২৫ থেকে ২৭ এপ্রিলে প্রতিযোগিতায় প্রথম প্লেস। এইভাবে একের পর এক তার পথচলা এবং প্রতিযোগীদের হারিয়ে, বিজয়ী সম্মান ছিনিয়ে আনা,
তাহার একটাই কথা, আমি যোগা কে ভালোবাসি, যোগা নিয়ে কিছু করতে চাই,‌ সবাই এইভাবে সহযোগিতা করলে, আমি আরো এগিয়ে যেতে পারবো, আর তার সাথে সাথে সবার উদ্দেশ্যে বলবো, আপনারাও যোগাসন করুন, সুগার মধ্য দিয়ে নিজেদের সুস্থ রাখুন। আর আমার স্বপ্ন নিজের হাতে কিছু ছাত্র তৈরি করা। নতুন পথ দেখানো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি