শামছুল হুদা, নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি: ঘোষপালা ফাজিল (ডিগ্রী) মাদরাসার নবগঠিত গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাবা লুৎফর নাহার, বিদ্যোৎসাহী সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন জনাব মিজানুর রহমান লিটন এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে নির্বাচিত হন মাওলানা নুরুল আমিন। জানা যায় মিজানুর রহমান লিটন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন এবং মাওলানা নুরুল আমিন বর্তমানে নান্দাইল উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেলের দ্বায়িত্ব পালন করছেন।
ঘোষপালা ফাযিল মাদরাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অতিরিক্ত জেলা প্রশাসক ময়মনসিংহ মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ১লা ডিসেম্বর, ২০২৫ তারিখে। সভায় জনাব মোঃ মিজানুর রহমান লিটন সাহেব সহ-সভাপতি নির্বাচিত করা হয়। শিক্ষা-উন্নয়ন, সুশাসন ও আদর্শিক পরিবেশ গঠনে তাঁদের দায়িত্বশীল পদক্ষেপ মাদরাসাটিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রত্যাশা।