চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের শীর্ষ চাঁদবাজ ও ভুমিদস্যু একাধিক মামলার আসামি মো: নুর হোসেন প্রকাশ নুরকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানার পুলিশ। ১১ ফেব্রুয়ারী ভোর রাতে বাকলিয়া থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্রাসী ও ভুমিদস্যু মো: নুর হোসেন প্রকাশ নুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তুলাতলী এলাকায় মোহাম্মদ হিরুর স্ত্রী রেজিয়া বেগম এর দায়ে করা বাঁকলিয়া থানার মামলা ১০/২৪ মুলে গ্রেপ্তার করে। সে নতুন ব্রিজ এলাকার নতুন চাক্তাই রফিক আহমদের পুএ। সে দীর্ঘদিন যাবত বিএনপির নাম ভাঙ্গিয়ে মানুষের জায়গা জবরদখল সহ চাঁদাবাজী, সন্রাসী কার্যকলাপ করে আসছিল। তার ভয়ে নতুন চাক্তাই সহ আশেপাশের এলাকার লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। এমকি তার বিরুদ্ধে মুখ খুললে তার নিজস্ব সন্রাসী বাহিনী দিয়ে মারধর সহ নানানভাবে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। চাক্তাই ব্যাবসায়ীরা সুষ্ঠভাবে ব্যাবসা করতে পারতো না নুরুর কারণে। মো: নুর হোসেন প্রকাশ নুরকে গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরে আসে। এতে উৎসুক জনতা মিষ্টি বিতরণ করে। এছাড়াও তার বিরুদ্ধে লুটপাট ভুমি ও জমি দখল- বেদখল এর একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও নুর হোসেন প্রকাশ নুরুর বিরুদ্ধে মানুষের ঘরবাড়ি ভাংচুর সহ লুটপাট তান্ডব ভুমিদস্যুর একাধিক অভিযোগ রয়েছে। নুরু পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্রাসী। নুরুর একটি সন্রাসী বাহিনী রয়েছে। তার বাহিনী সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান সচেতন মহল ও এলাকার ব্যাবসায়ীরা। চাঁদ সুলতানা নামে এক মহিলা জানান, মো: নুর হোসেন প্রকাশ নুর একজন শীর্ষ চাঁদাবাজ ভুমিদস্যু তাকে গ্রেপ্তার করাই তিনি আনন্দিত, ব্যাবসায়ী মো: লোকমান, আজগর, কামাল সওদাগর, ছবুর সওদাগর জানা, সরকার পতন হলে অন্তবর্তিকালীন সরকার ক্ষমতায় আসার পর নুর হোসেন এর ব্যাপারোয়া চাঁদাবাজি সন্রাসী ভুমিদস্যুতা করে বহু টাকার মালিক হয়েছেন। তাকে আইনের আওতায় আনায় তিনি স্বস্তিবোধ করছেন। বাকলিয়া থানার ওসি জানান, মো: নুর হোসেন প্রকাশ নুর কে গ্রেপ্তার করে চট্টগ্রাম আদালত সোপার্দ পুর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে।