লিয়াকত হোসাইন:চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে এক মঞ্চে ঐক্যের ডাক দিয়েছেন দলটির মনোনয়ন বঞ্চিত দুই হেভিওয়েট নেতা। তারা হলেন কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য প্রফেসর ডা. মাহবুব আহমেদ শামীম এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী পুত্র তানভীর হুদা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মুক্তিযোদ্ধা ও ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি তুলে ধরা হয়।
সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, দলের হাইকমান্ডের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে চাঁদপুর-২ আসনে একজন বিতর্কিত ব্যক্তিকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত ডক্টর জালাল উদ্দিনকে অযোগ্য আখ্যায়িত করে তারা বলেন, যদি মনোনয়ন রিভিউ করে পরিবর্তন না আনা হয়, তাহলে এ আসনে ধানের শীষ বিজয়ী করা অসম্ভব হয়ে পড়বে।
বক্তারা বলেন, ভুল তথ্যের ভিত্তিতে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে আপনারা চেনেন। তিনি ২০০১ সালে নৌকা মার্কার পক্ষে ভোট চেয়েছেন। পরবর্তীতে ধানের শীর্ষের বিরুদ্ধে আম-আনারশ মার্কা নিয়ে নির্বাচন করেছেন।
বিগত সময়ে কোনো আন্দোলন-সংগ্রামে তাকে দেখা যায়নি। সুখে-দুঃখে মানুষের পাশে ছিলেন না। তার ন্যূনতম জনপ্রিয়তাও নেই।
মনোনয়ন রিভিউয়ের জোরালো দাবি জানিয়ে বক্তারা বলেন, আমরা ধানের শীষকে ভালোবাসি। যোগ্য প্রার্থী পেলে এই আসন বিএনপিকে উপহার দেওয়া সম্ভব। মতলবের মানুষের চাওয়া, আশা ও স্পন্দন বুঝে প্রার্থী দিতে হবে।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের বাকস্বাধীনতা ও গণতন্ত্র উপহার দিয়েছেন। যোগ্য ব্যক্তিকে ধানের শীষ না দেওয়া হলে মতলবের মানুষই তাদের মতো করে মনোনয়ন ঠিক করে দেবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি প্রফেসর ডা. মাহবুব আহমেদ শামীম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন প্রধান ও যুবদল নেতা সোহরাব প্রধানের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) আহ্বায়ক শাহজাহান সরদার, সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাড. এসএম মফিজুল ইসলাম সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, ফরাজিকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদল নেতা জহির উদ্দিন খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীদের হাতে মনোনয়ন বিবেচনার রিভিউ সংবলিত ফটো কার্ড দেখা যায়, যা পুরো অনুষ্ঠানে ব্যাপক আলোচনার জন্ম দেয়।