কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো.আবুল হোসেন(৫৮) আর সেই। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। শুক্রবার সকাল ১০টায় খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে তার নিজ বাড়ি আমতলীর ছোট নীলগঞ্জ এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, কলাপাড়া কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো.মাসুম বিল্লাহ, কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফকরুল ইসলাম, কলাপাড়া মাদ্রাসা শিক্ষক সমিতি, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।