চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ৭ জনকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা ও চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২২ অক্টোবর) ভোর ৫টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজি ও হলহলিয়া এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন, সেনাবাহিনী ও পুলিশের একটি টীম।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ বিপর্যয়ের কথা চিন্তা করে সরকার জেলার বিভিন্ন এলাকার সিলিকা বালু মহাল ইজারা দেননি। তারপরও দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র খনিজ সম্পদ সিলিকা বালু লুট করে আসছে। এরই প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। বুধবার ভোরে আরেক দফা অভিযানে সাতজনকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সাতজনের মধ্যে দুইজনকে একবছর করে ও দুইজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি গ্রামের মৃত সিরাজ তালুকদারের ছেলে খয়ের মিয়া তালুকদারকে (৩১) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, একই গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. জসিম উদ্দিনকে (৩০) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, ইউনিয়নের মাঝিশাইল গ্রামের আব্দুল গণির ছেলে মো. আবু সায়েমকে (৪৭) এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, একই ইউনিয়নের হলদিউড়া গ্রামের মৃত ডেঙ্গু খানের ছেলে মো. আব্দুর রউফ খানকে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও হলহলিয়া গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে মো. ফারুক মিয়া (৫৫), কাঁঠালবাড়ি গ্রামের সিরাজ মিয়ার ছেলে তাউজ মিয়া (৪১), দেউন্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আলী হায়দার (৫৮) এই তিনজনকে ৫০হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন– শুধু অবৈধভাবে বালু উত্তোলন নয়, অবৈধ সবকিছুর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।