সেলিম মাহবুবঃছাতক থানা পুলিশ নিয়মিত ও ওয়ারেন্ট ভুক্তসহ বিভিন্ন মামলার আসামী গ্রেফতার করেছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসামীদের গ্রেফতার করে থানা পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই মোয়াজ্জেম, এসআই মোফাখখারুল, এসআই আখতারুজ্জামান, এসআই শরিফুল, এএসআই তোহা, এএসআই সাইফুর, এএসআই নাছির, এএসআই বিশ্বজিৎ, এএসআই রাসেল সঙ্গীয় পুলিশ ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে ছাতক থানার মামলা নং-২১, তারিখ-১৯/১০/২০২৫, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড’র আসামী ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শরিষপুর গ্রামের মৃতঃ নয়জুর রহমানের পুত্র শামীম আহমদ (৩২), মৃতঃ রইছ আলীর পুত্র সুলতান উদ্দিন ইকবাল (২২), পারী জারী-৫/২০২৩ এর আসামী জাউয়া বাজার ইউনিয়নের কৈতক (দৌলতপুর) গ্রামের মৃতঃ মনফর আলীর পুত্র মোঃ আব্দুল সালাম, বিদ্যুৎ সিআর-১/২৩ (ছাতক) এর আসামী জাউয়া বাজার ইউনিয়নের কৈতক গ্রামের মৃতঃ আব্দুল কাদিরের স্ত্রী শাফিয়া বেগম, জিআর-২৫২/২১(ছাতক) এর আসামী জাউয়া বাজার ইউনিয়নের কৈতক (দৌলতপুর) গ্রামের মৃতঃ মনফর আলীর পুত্র আব্দুল হামিদ (২৩)। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান বলেন গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।