সেলিম মাহবুব,ছাতকঃছাতকে গত বৃহস্পতিবার রাত ইসলামপুর ইউনিয়নের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বনগাঁও গ্রামের মানিক মিয়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার ৩ নভেম্বর ভোর ৫.৩০ ঘটিকার সময় ঢাকাস্থ এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মানিক মিয়া বনগাঁও গ্রামের গজম্বর আলীর ছেলে।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ইছামতী বাজারে বনগাঁও গ্রামবাসী ও লুভিয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত মানিক মিয়াকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং শনিবার ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।