সুনামগঞ্জ প্রতনিধি: সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন গ্রামে বিদ্যুত সংযোগ দেওয়ার নামে প্রায় পাঁচ শতাধিক মানুষের নিকট ৫০লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দুই প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার ছাতক থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে
উপজেলার দেওকাপন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইল জেলার, টাঙ্গাইল সদর থানার কাউখালী প্রকাশিত কাউলজানি গ্রামের মৃত. সাহাদত আলী চৌধুরীর ছেলে মাসুম চৌধুরী, গুহকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে ফজলুর রহমান ফাহাদ।
পুলিশ সুত্রে জান যায়, ১১ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ হতে বিভিন্ন সময় প্রতারক মাসুম চৌধুরী ও ফজলুর রহমান ফাহাদসহ কয়েকজন ছাতকের বিভিন্ন গ্রামে বিদ্যুত সংযোগ দেওয়ার কথা বলে প্রায় পাঁচ শতাধিক মানুষের নিকট হতে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাইয়া বিভিন্ন সময়ে প্রতারনামূলকভাবে ৫,০০,০০০০/- টাকা আত্মসাৎ করে। সর্বশেষ গতকাল রবিবার ঐ প্রতারকচক্র দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় দেওকাপন গ্রামের ইশাদ আলীর ঘরে বিদ্যুত সংযোগ দিবে বলে তার নিকট হতে আগের ন্যায় প্রতারনা করে ১৭ হাজার টাকা আত্মসাৎ করে।বিষয়টি ছাতক সেনা ক্যাম্প এবং ছাতক থানা পুলিশ জানতে পেরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেওকাপন গ্রামস্থ ইশাদ আলীর বাসা হইতে তাদের গ্রেফতার করা হয়।
এর পর জাউয়াবাজার ইউনিয়নের দেওকাপন গ্রামের মৃত. আব্দুল ছত্তার এর ছেলে সাইদতুল হক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতারক
মাসুম চৌধুরী ও ফজলুর রহমান ফাহাদসহ কয়েকজন জনের বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-২২, তারিখ-১৮/০৩/২০২৫ ইং দায়ের করা হয়।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।