সেলিম মাহবুবঃছাতকের জাউয়া বাজার ইউনিয়নের দৌলতপুর মাদ্রাসার উন্নয়ন কাজ সমাপ্ত করতে যুক্তরাজ্য প্রবাসী, সমাজকর্মী এম জাকির হোসেন শাখাওয়াত’র প্রতিশ্রুত আর্থিক অনুদানের টাকা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর-২০২৫ ইং) বিকেলে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক নুরজাহান ভবনস্থ তানিম ডেন্টাল ক্লিনিকের অফিস কক্ষে দৌলতপুর মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দের হাতে প্রবাসী এম জাকির হোসেন শাখাওয়াতের পক্ষে নগদ দেড় লক্ষ টাকা তুলে দিয়েছেন ফার্মাশিষ্ট আবুল হোসেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সাবেক মেম্বার আব্দুর রহিম, বিএনপি নেতা কয়েছ মিয়া ও ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু।
এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মো.জাবেদ আহমদ, হাজী আব্দুল হান্নান, আব্দুল কাদির, আব্দুল মছব্বির সাইফুর রহমান, আব্দুর রব প্রমূখ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই প্রবাসি এম জাকির হোসেন শাখাওয়াত ও তার পরিবারের সকলের জন্য দোয়া ও সুখ- সমৃদ্ধি কামনা করেন।