সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে প্রবীন আলেমে দ্বীন, সৎপুর কামিল মাদরাসার অবসর প্রাপ্ত মুহাদ্দিস, শায়খুল হাদিস আল্লামা
আবদুল হাই (রহঃ) এঁর দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের পশ্চিমের মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার মুক্তিগাঁওস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৪) বছর। স্ত্রী, ৩ কন্যা ও এক ছেলে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। শায়খুল হাদিস আল্লমা আবদুল হাই (রহ:) জানাজায় নামাজে ইমামতি করেন ভারতের হিন্দুস্থানের পীর ছাহেব মাওলানা মছরুর রহমান খান। মোনাজাত পরিচালনা করেন সৎপুর কামিল মাদরাসার অবসর প্রাপ্ত সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান।
এসময় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা একেএম মনওর আলী, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সালেহ আহমদ বেতকুনী, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ আবদুস ছোবহান, অবসর প্রাপ্ত সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী, বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম, ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ছাতক জালালিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল আহাদ, ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুস সালাম, আরবী প্রভাষক মাওলানা আলী আসগর খান, এডভোকেট রেজাউল করিম তালুকদার, মাওলানা মাহবুবুর রহমান তাজুল, মাওলানা বদরুল আলম, ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরী, মাওলানা মুফতি আবদুস সালাম, হাফেজ মাওলানা জাকির হোসেন, প্রভাষক মাওলানা জাহেদ আহমদ, মৌলানা ফজলুর রহমান, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বৃহত্তর সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্থরের মুসল্লিয়ানে কেরাম বিশাল এ জানাজার নামাজে অংশ নেন।
এর আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, তাঁর অনেক শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিবৃন্দ। মরহুম আল্লামা আবদুল হাই (রহ:) ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামে ১৯৫১ সালের ১ মে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আবদুল মন্নান ও মাতার নাম হানিফা বিবি। সৎপুর কামিল মাদরাসা থেকে কামিল পাশ করে ওই মাদরাসায় তিনি অবসর নেওয়ার আগ পর্যন্ত টানা শিক্ষকতা করেন। তাঁর শিক্ষকতার দীর্ঘ জীবনে অসংখ্য ছাত্র-ছাত্রীরা দেশ-বিদেশে বিভিন্ন পেশায় রয়েছেন। শায়খুল হাদিসের মৃত্যুতে বৃহত্তর সিলেটবাসীর যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়।