সেলিম মাহবুব,ছাতকঃছাতকে পুলিশের পৃথক অভিযানে ৩ আসামী গ্রেফতার করা হয়েছে। বিদ্যুৎ সি আর-৫০০/২৪ (ছাতক) মামলার আসামী নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের আব্দুল গফুরের পুত্র আব্দুল মজিদ (আউলাদ) কে পুলিশ গ্রেফতার করেছে।
এদিকে সিআর-৭/২৫(ছাতক)মামলার আসামী কালারুকা ইউনিয়নের তেরাব আলীর পুত্র মোঃ মবত আলী (৪৩) কে গ্রেফতার করা হয়। সি আর-১৫৫/২৫ মামলার আসামী নোয়ারাই ইউনিয়নের কুইয়াদল গ্রামের বিল্লাল খা”র পুত্র মো: জুয়েল খা (২৭) কে পুলিশ গ্রেফতার করেছে। ছাতক থানা পুলিশ পৃথক-পৃথক অভিযান চালিয়ে শুক্রবার রাত ৩ জনকে গ্রেফতার করে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো.সফিকুল ইসলাম খান, বলেন, গ্রেফতার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।