সেলিম মাহবুবঃবিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ছাতক ও দোয়ারাবাজার এলাকা বিএনপি ও ধানের শীষ প্রতিকের ঘাটি। বিগত দিনে আমাকে আপনারা ভোট দিয়ে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। ২০১৮ সালের ভোট ডাকাতির নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতিকে ছাতক-দোয়ারাবাজারের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, কিন্তু ভোট গননার সময় ভোট ডাকাতির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়েছে। আমি সকল সময় ছাতক ও দোয়ারাবাজারের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। এজন্য ছাতক- দোয়ারাবাজারবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে সুযোগ পেলে আপনারা এ অঞ্চলে ভোট দিয়ে ধানের শীষ প্রতিককে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।
এ অঞ্চলের মানুষ দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানকে ভালোবাসেন। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করতে আপনাদেরকে আজ থেকেই ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে নির্বাচনী কাজ করার জন্য আহবান জানাচ্ছি। আমি আপনাদের সন্তান, ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসায় সুযোগ পেলে আমি ছাতক-দোয়ারাবাজারকে একটি মডেল ও শিল্প সমৃদ্ধ উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।
মিজানুর রহমান চৌধুরী আরো বলেন, একটি দল মানুষকে বেহেশতের গল্প শোনায়। ভোটের মাধ্যমে তারা বেহেশত পাইয়ে দিবে বলে এ দেশে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। তারা নির্বাচনের জন্য নির্বাচনী মাঠে প্রার্থী ঘোষণা করেছেন। প্রার্থীরা আবার মানুষের দ্বারে-দ্বারে যাচ্ছেন। অপরদিকে নির্বাচন বানচালের জন্য নানা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তারা। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে আন্দোলন করছেন। দেশের মানুষ নির্বাচন চায়। দেশের সাধারণ মানুষ গণতন্ত্রে বিশ্বাসী,তারা পিআর চায়না। কাজেই এসব টাল-বাহনা করে কোন লাভ হবেনা। পিআর পদ্ধতির জন্য দেশের ছাত্র জনতা ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন নি।মানুষ আপনাদের সব ধান্দা বুঝে গেছে। বৃ্হস্পতিবার ১৬ অক্টোবর বিকেলে ছাতক শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও শহরে মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ এর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, যুগ্ম আহবায়ক মো.জসিম উদ্দিন সালমান, পৌর বিএনপির বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুর রহমান সোহেল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পীর এনামুল হক, আবু সুফিয়ান, এখলাছুর রহমান, এডভোকেট আব্দুল আহাদ, মো.মতিউর রহমান, হাফিজুর রহমান, দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুল আলম, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফুল হক খেলন, শাহীনুল হক চৌধুরী, ফরিদ মিয়া, ছালিক মিয়া চৌধুরী রুকন, কামাল চৌধুরী, হাজী নিজাম উদ্দিন, কবিরুল হাসান আংগুর, জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.আলা উদ্দীন, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার এস এম ছমরু মিয়া,
সিংচাপইড় ইউনিয়ন বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, চরমহল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.হুশিয়ার আলী, দোলারবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন ময়না, কালারুকা ইউনিয়ন বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান, ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী আব্দুস সামাদ, গোবিন্দগঞ্জ সৈয়দের গাও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো.সামসুল হক মেম্বার, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আহবাব মিয়া, ছাতক সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. কবির আহমদ মধু মিয়া, নোয়ারাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো.আনোয়ার হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উওর খুরমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো.জামাল উদ্দীন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সদরুল আমিন সোহান, উপজেলা যুবদলের আহবায়ক মো.ফরিদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ,
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, আজিজুর রহমান আয়েছ, খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মাসুক আহমদ, রাহেল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর কুমার দাস, সদস্য সমসু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হীরা, সৈয়দ মনসুর আলী, ফয়ছল আহমদ সুমন, মানিক মিয়া, ফয়েজ আহমদ, আবু শামীম, জেলা ছাত্রদলের সদস্য আবু তালেব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব মাহমুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, শাহ কামাল, আব্দুল হেকিম, আলা উদ্দীন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন প্রমুখ।
লিফলেট বিতরণ ও মিছিল বিকাল ৪ ঘটিকার সময় শহরের মড়ল কমিউনিটি সেন্টারের সামন থেকে শুরু হয়। সমাবেশ হয়েছে ট্রাফিক পয়েন্টে। দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতা-কর্মীরা এসে জড়ো হন মড়ল কমিউনিটি সেন্টারের সামনে। পরে হাজার- হাজার নেতা-কর্মীদের নিয়ে মিছিল ও লিফলেট বিতরণ করেন মিজানুর রহমান চৌধুরী।