নজির আহম্মদ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ গণঅধিকার পরিষদের সাংগঠনিক ইন্জিনিয়ার মোঃ মুরাদ হোসেন বলেছেন, ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে। নির্বাচন যত তাড়াতাড়ি হবে, আমাদের জন্য তত ভালো হবে। রোববার (২৬ অক্টোবর) বিকালে লক্ষ্মীপুর দক্ষিণ বাস স্টেশনের পশ্চিম পাশে একটি কক্ষে গণ অধিকার পরিষদের লক্ষ্মীপুর শাখা উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ ইঞ্জি.মো:মুরাদ হোসেন বলেন, নির্বাচন সংঘাত মুখর নাকি শান্তিপূর্ণ হবে? এটার সবকিছু আইনশৃঙ্খলা বাহিনী উপর শুধু নয় বরং রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করবে। আমরা দেখি নির্বাচন কমিশনে এখনো কিছু ফ্যাসিস্ট বসে বিভিন্ন ষড়যন্ত্র করছে, তাহাদেরকে রুখে দিতে হবে। তাই বাংলাদেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে।
সময়মতো নির্বাচন না হলে বাংলাদেশের রাজনীতির আকাশে আবারো কালো মেঘ জমে যেতে পারে বলেও আশঙ্কা গণঅধিকারের সাংগঠনিকের। বাংলাদেশে গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুর হয় ২০২১ সালের ২৬ অক্টোবর। তবে এর মূল ভিত্তি ছিলো ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনে নেতৃত্বদানকারীদের নেতৃত্বেই গড়ে ওঠে গণঅধিকার পরিষদ। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ- এই চার মূলনীতি নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দিনই দলটি ২১ দফা কর্মসূচিও ঘোষণা করে। যেই ২১ দফা ছিল দলটির লক্ষ্য ও উদ্দেশ্য। গণঅধিকার পরিষদের স্লোগান, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।
এসময় গণঅধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান আলী শিপন, সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব গিয়াসউদ্দিন, চন্দ্রগঞ্জ থানা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,গণঅধিকার পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক মামুন হোসেন,সদর উপজেলা সভাপতি সোহেল রানা, পৌর ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিপন, এনামুল হোক,ফারুক হোসেন,আরিফ হোসেন,ফখরুল, শাহেদের রহমান রাফি,আজাদ হোসেন,নাহিদুল ইসলাম মানিক,সুজনসহ অনেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন!