ঝালকাঠি থেকেঃ– ঝালকাঠির রাজাপুরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে । রাজাপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সাংবাদিক আবু সায়েম আকন তার জন্মদিনে কেক না কেটে সোমবার সকালে উপজেলার নুরুল ইসলামিয়া দ্বীনিয়া হাফিজী মাদ্রাসায় ব্যতিক্রমী এ আয়োজন করেন। আবু সায়েম আকন জানান, প্রতি বছর আমার জন্মদিয়ে কেক কাটা সহ নানা অনুষ্ঠান করে থাকি আমি ও আমার শুভাকাঙ্খীরা।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় এ বছর কোনো অনুষ্ঠান না করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কোরআন খতম ও দোয়া মোনাজাতের আয়োজন করিছি। মাদ্রাসার হাফেজ মো:রহমতুল্লাহ ও শিক্ষার্থীরা কোরআন খতমে অংশ নেন এবং কোরআন খতম শেষে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন। এসময় বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।