1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জমির মামলায় হয়রানি, আ: লীগের দাপট দেখিয়ে ফেসবুকে অপপ্রচার - শিক্ষা তথ্য
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বিএনপির পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা মহিপুরে স্ত্রী’র স্বীকৃতির দাবিতে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীর অনশন সরকারি সুবিধা প্রদানের নামে অর্থ আত্মসাতের অভিযোগে ইউপির সদস্যের বিরুদ্ধে মানববন্ধন র‌্যাব-৬ বাগেরহাট থেকে মিন্টু হত্যা মামলার আসামি জাহিদ মোল্লাকে আটক করেছে বাউফলে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ জিমখানা জাকেরপার্টি জনসভায় জেলা ও মহানগর জাকেরপার্টি যুব ফ্রন্টের যোগদান বিএন‌পি’র ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা: আনিসুল ইসলাম সানি বেসরকারি লাইব্রেরী উদ্যোক্তা গণের সঙ্গে রাজশাহী বিভাগীয় বইমেলার প্রস্তুতিমূলক সভা শ্যামনগরে খাল উন্মুক্তের দাবীতে ৬ ইউনিয়নের মানুষের মানববন্ধন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবির প্রকাশ করলো পল্টন ট্রাজেডির ডকুমেন্টারি

জমির মামলায় হয়রানি, আ: লীগের দাপট দেখিয়ে ফেসবুকে অপপ্রচার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬৮ Time View

মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহী: দীর্ঘদিন জমি সংক্রান্ত মামলা দিয়ে হয়রানি, আ: লীগের ক্ষমতার দাপট দেখানো, সর্বশেষ ফেসবুকে অপপ্রচার করে হয়রানি করার প্রতিবাদ ও বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীরা। মঙ্গলবার ( ১২ আগষ্ট ) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনেের আয়োজন করেন ভূক্তভোগী মুক্তার হোসেন । ভূক্তভোগী মুক্তার হোসেন রাজপাড়া থানার বসুয়া এলাকার ইনসান উদ্দিন’ ছেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ক্রয় সুত্রে বসুয়া মৌজার সম্পত্তি, যাহার দাগ নম্বর ৪৩৫, আর এস খতিয়ান নম্বর ২৫০। ওই সম্পত্তিতে আমি ও আমার ছোট ভাই সাখাওয়াত হোসেন ওরফে সুকতার হোসেন দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি। সম্প্রতি আমার বাড়ির সামনে বিল্ডিং প্লাস্টার করার জন্য নিজ দাগের সম্পত্তির উপর সিমেন্ট বালু মেশাচ্ছিলাম। হঠাৎ মৃত: মহসিনের মেয়ে ফিরোজা তার বোনসহ প্রায় ১ কি:মি দূর থেকে এসে আমার কাজে বাধা দেয় ও সুকৌশলে ভিডিও ধারণ করেন। আমি ভিডিও’র বিষয়ে অবগত ছিলাম না। তারা আ’লীগ পরিবার। হড়গ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক ছিল তার ভাই আতাউর। তার আরেক ভাই আসলাম উদ্দিন আ’লীগের মামলায় সম্প্রতি জেল থেকে বের হয়েছেন। আসলাম ও আতাউরের বিরুদ্ধে ৫ আগস্টের পরে বোয়ালিয়া ও রাজপাড়ায় দুটি মামলা হয়।

(মামলা নং বোয়ালিয়া-৩৮৮/২৪, রাজপাড়া-১১৩(৬)/১) আ’লীগ আমলে ওই পরিবার আমাদের বিরুদ্ধে ৬/৭ টি মিথ্যা মামলা দিয়েছিলো (যাহার নম্বর-৩৩৬p/ ২০২১ রাজপাড়া, সি আর মামলা-৭৬/২০২২ রাজপাড়া, ২৫৮p/২৫ রাজপাড়া)। ওই মামলাগুলো আদালত আমাদের পক্ষে রায় দেয়। এতেও তারা শান্ত নয়, বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করেন। গত ১১ আগষ্ট বেলা ১২ টার দিকে আমার বাড়ির ওয়াল প্লাস্টার করতে ছিলাম। এসময় ফিরোজাসহ তিনজন মহিলা এসে নানাভাবে আমাকে উত্যক্ত করতে থাকে। তারা এতদিন আ’লীগের ভয় দেখাচ্ছিলো।

ফিরোজা নিজেই আমাকে বলেন বিএনপি ক্ষমতা আসবে না, তাতেই আপনারা ক্ষমতাবান হয়ে গেছেন ? নানা কথার এক পর্যায়ে আমি বলি হাঁ বিএনপির ক্ষমতায় কাজ করছি। ওই কথার সব ভিডিও ফুটেজ বাদ দিয়ে শুধুমাত্র বিএনপির ক্ষমতায় কাজ করছি বলে সামাজিক মাধ্যমে অপপ্রচার করেন ফিরোজা গং। তারা আমার কাজে বাধাগ্রস্ত করতেই মূলত এ ঘটনা ঘটায়। লক্ষ্য ছিলো অন্য, বিএনপির নামে অপপ্রচারের জন্যই এমন কাজ করা হয়েছে। যেহেতু তারা কঠোরপন্থী আ’লীগ। একারণে এমন অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমি এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, ফিরোজা আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন ও সম্মান হানি করার জন্যই ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়েছে। কেউ যাতে আমাদের ভুল না বুঝে এ কারণে সংবাদ সম্মেলন করা। ফুটেজে বাদ দেওয়া অংশে ফিরোজা আগে বলেন আ’লীগ ক্ষমতায় আসলে আপনাকে দেখে নেব। হুমকির এক সময় সে কয়েকবারআমাকে বলে আমি বিএনপি’র ক্ষমতা দেখাচ্ছি। এক পর্যায়ে আমি রেগে গিয়ে বলি হাঁ বিএনপির ক্ষমতা দেখাচ্ছি ওই ক্ষমতা বলেই কাজ করছি। আপনারা যেমন আলীগের ক্ষমতা দেখিয়েছেন তেমনি আমি বিএনপি’র ক্ষমতা দেখাচ্ছি। পরে ফিরোজা ভিডিও ফুটেজে সব অংশ বাদ দিয়ে ঐ অংশটুকুই বিএনপি’র বদনামের জন্য অপপ্রচার লক্ষ্যে ওই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি