নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা বার ইউনিটের ৮ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির কার্যনির্বহী কমিটির নির্বাচিত সদস্যগণ। রবিবার (৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির বার ভবনের সামনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণঞ্জ জেলা বার ইউনিটের এডহক কমটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন- নারায়ণগঞ্জ বারের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবি এড. জাকির হোসেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন- বারের সাবেক ট্রেজারার এড. আব্দুল জব্বার।
এছাড়াও সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন- এড. বেনজীর আহমেদ, যুগ্ন আহবায়ক এড. জহিরুল হক, এড. মেহবুব আরেফিন শিমু, এড.কায়সার আলম চৌধুরী টুটুল, এড. আসমা হেলেন বিথী, এড. শামছুন নুর বাঁধন, সদস্য সচিব এড. কাজী আব্দুল গাফফার প্রমূখ।