পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- জাতীয় পার্টি ৪০তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা পৌরসভা জাতীয় পার্টি উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার বাদে আছরের নামাজ এর পর সবজার পাড়ার জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টি প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক পৌর মেয়র শামসুল আলম মাষ্টার ও স্ত্রী জেসমিন আকতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন , জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা আমান উল্লা আমান, নুরুল ইসলাম কমিশনার, চট্টগ্রাম (১২ পটিয়া) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী, মোস্তাক আহমদ, ফয়জুল কবির চৌধুরী টিটু, জাহাঙ্গীর মেম্বার, নুরুল ইসলাম, মনির চেয়ারম্যান, তাপস বড়ুয়া, সৈয়দুল আরেফিন প্রান্ত, নুরুল ইসলাম গান্ধী, আবদুস সাত্তার, নুরুল হাকিম, সিরাজ মিয়া, মোহাম্মদ ফজল, আবু সৈয়দ, সিরাজ, সাহাব মিয়া, ইউসুফ আলী, এম আজাদ প্রমুখ। দোয়া মাহফিল শেষে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দলের নেতা কর্মীদের নিয়ে সাবেক পটিয়া পৌরসভার মেয়র শামসুল আলম মাষ্টারের কবর জেয়ারত করেন।