লিয়াকত হোসাইন:জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকেল ৩টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে “গণতন্ত্র উত্তরন এবং মিডিয়ার উন্নয়নে সুশীল সমাজ, সাংবাদিক ও গণতন্ত্রকামী সচেতন নাগরিকের করণীয়” শীর্ষক আলোচনা সভা এবং অনলাইন টেলিভিশন চ্যানেল এসটিভি ৫২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, গণতন্ত্রের বিকাশে মিডিয়া কেবল সংবাদ পরিবেশন নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা, গণসচেতনতা ও সামাজিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখে। অনুষ্ঠানে সাংবাদিক ও লেখক নজরুল ইসলাম সাচীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এসটিভি ৫২-এর ব্যবস্থাপনা পরিচালক মো. তাইজুল ইসলাম সাগর।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দৈনিক স্বাধীন সংবাদ-এর সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়পকর সহকারী পরিচালক নুরুজ্জামান হোসেন ফারাবী, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম এবং মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক প মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় মুক্ত সাংবাদিকতা ও তথ্যের অবাধ প্রবাহ অত্যন্ত জরুরি। পাশাপাশি তারা নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে সচেষ্ট থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কেক কেটে এসটিভি ৫২ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অতিথিরা নতুন এই টেলিভিশন চ্যানেলের সফলতা কামনা করেন এবং গণমাধ্যমকে স্বাধীন, নিরপেক্ষ ও জনগণের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণতন্ত্রকামী সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।