নিজস্ব সংবাদদাতা: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক এমপি কালামপুত্র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশা’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বর্ণাঢ্য র্যালীটি কালীর বাজার হতে শুরু প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়াস্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো কালীর বাজার এলাকা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-৫ আসনে তিনবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এড. আবুল কালাম।
এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ আওলাদ হোসেন, সরকার আলম, মোঃ আমিনুর ইসলাম মিঠু, মোহাম্মদ জাহাঙ্গীর বেপারি, মোঃ হান্নান সরকার, মোঃ সুলতান আহমেদ, পাপ্পু আহমেদ, মোঃ সুজন মাহমুদ, সৈকত আহমেদ, বাবুল, সজীব ডালিম সিকদার, মোঃ মনির হোসেন, মনসুর উদ্দিন পলিন, মেজবাহ উদ্দিন স্বপন, মোঃ সহিদ হোসেন, মোঃ মামুন রহমান, মোঃ রাজিব হোসেন, মোঃ তপু, নুরুল ইসলাম, রাজু আহমেদ, আকাশ আহমেদ বাছির, মোঃ হৃদয়, উজ্জ্বল দত্ত, মোঃ আমির হোসেন, মোঃ সরিফ, নাহিদ, হাবীব, মোঃ সাব্বির, মহিলা দলের নেত্রী পান্না আহমেদ সহ বিএনপি’র অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।