দিদারুল হৃদয়ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাড়তি নিরাপত্তায় বিশেষ দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলার ৩৩টি উপজেলায় বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবে এবং ক্ষেত্র বিশেষে বিশেষায়িত k-9 ডগ স্কোয়াড ও আরসিভি মোতায়েন করা হবে। বৃহস্পতিবার সকালে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের গুইমারা সেক্টরের অধিনস্থ খেদাছাড়া ব্যাটলিয়ন (৪০ বিজিবি) এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন খেদাছড়া ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্ণেল মুহাঃ শাহীনুল ইসলাম।
তিনি আরও বলেন, বিগত ৩ মাসে চট্টগ্রাম রিজিয়নের আভিযানিক কার্যক্রমে অন্তত সাড়ে ৫ কোটি টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। এছাড়াও ১টি ১২ বোর পিস্তল, ২রাউন্ড তাজা এ্যামোনিশন ও ৩টি হাসুয়া (দা) সহ ৪৩২টি গরু ও ১৮টি ছাগল চোরাচালান আটক করা হয়।
এছাড়াও স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ১৩ হাজার ৮৯৮ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান, গৃহনির্মাণ সামগ্রী বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি, মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, কৃষি উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এসময় ভারপ্রাপ্ত অপস্ অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহসহ ৪০ বিজিবির অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।