পটুয়াখালী প্রতিনিধি।। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এ প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পটুয়াখালীর দশমিনা উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দশমিনা উপজেলা শাখার আহবায়ক মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে ও দশমিনা উপজেলা শাখার সদস্য সচিব মো. হারুন আর রশিদ এর পরিচালনায় প্রধান প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটির শহিদুল ইসলাম খান বাবুল। প্রধান বক্তা হিসেবে ছিলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত বরিশাল বিভাগ মো. রফিকুল ইসলাম জনতার রফিক। বিশেষ বক্তা ছিলেন-সহ-সাংগঠনিক সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত আঃ রহমান সেন্টু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব তরিকুল ইসলাম ইভান। বিশেষ অতিথি ছিলেন-জাতীয় নির্বাহী কমিটি সদস্য হাসান মামুন, সহ-সভাপতি কৃষক দল কেন্দ্রীয় কমিটির জামাল উদ্দিন খান মিলন, যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটির লায়ন মো. আকতার হোসেন সেন্টু, দশমিনা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদার, সাধারন সম্পাদক শাহ্ধসঢ়; আলম শানুসহ পটুয়াখালী জেলা, গলাচিপা, বাউফল, রাঙ্গাবালী ও দশমিনা উপজেলা কৃষক দল এবং বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের নেতা- কর্মী। দ্বি-বার্ষিক কোরান থেকে তালোয়াত, গীতা থেকে পাঠ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মধ্যে দিয়ে দ্বি বার্ষিক সম্মেলনে অনুষ্ঠানের শুরু হয়।###