মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি ও ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেছেন,জুলাই আন্দোলনে স্কাউট ও সাধারণ ছাত্র-ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জুলাই আন্দোলন এর স্পিরিটকে সামনে রেখে নতুন প্রজন্মকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা আরও ভালোভাবে জুলাই গণঅভ্যুত্থান এর বিষয়গুলো বুঝতে পেরেছো। জুলাই আন্দোলন কোন সাধারণ আন্দোলন ছিল না, এটা ছিল রাষ্ট্রীয় কাঠামোকে সংস্কার করার মধ্য দিয়ে গণতান্ত্রিক বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের আন্দোলন।
গতকাল সোমবার ২৮ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের উদ্যেগে আয়োজিত জুলাই গণঅভুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ প্রতিযোগিতার বিভিন্ন স্কুলের কাব স্কাউট, স্কাউট,গাল ইন- স্কাউট ছাত্র -ছাত্রীরা অংশগ্রহণ করে।প্রতিযোগিতার মধ্যে ছিল রচনা,চিত্রাঙ্গন। এতে আমলা পাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব দল থেকে আরোশী চৌধুরী চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে।
এজন্য তার পিতা লায়ন কাদের চৌধুরী টিটু ও মাতা আনন্দী আক্তার সকলের কাছে দোয়া কামনা করেন। জেলা স্কাউট কমিশনার মোঃ ফজলুল হক ভূইয়া মন্টুর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, ফতুল্লা থানার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর এবং সিদ্ধিরগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সহ-সভাপতিগণ, সহকারী কমিশনারগণ, কোষাধ্যক্ষ, যুগ্ম সম্পাদক, উপজেলা স্কাউট লিডার, উপজেলা কাব লিডার সহ বিভিন্ন ইউনিটের স্কাউট লিডার ও কাব লিডার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই শতাধিক কাব স্কাউট, স্কাউট ও গার্ল- ইন স্কাউটসের সদস্যবৃন্দ।