তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ “এসো নিজেকে বদলাই, পৃথিবীকে বদলাই” এ স্লোগানে ময়মনসিংহের ফুলপুরে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উদ্যাপন উপলক্ষে সোমবার(২৯ জুলাই) পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে পৌর এলাকার বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাহাত হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, এ.কে.এম সিরাজুল হক, পৌর বিএনপির আহবায়ক, সাবেক মেয়র আমিনুল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংস্থার সদস্যবৃন্দ ও সুশীল সমাজ। এ অভিযানের মাধ্যমে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকরা।