ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির রাজাপুরে নিজ অর্থায়নে ৩১ জন এসএসসি পরিক্ষার্থীর ফরম ফিলাপ করে দিয়েছেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল হক সোহেল। বৃহস্পতিবার সকালে উপজেলার পিংরী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের ৩১ জন এসএসসি পরিক্ষার্থীর ফরম ফিলাপ এর নগত অর্থ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মন্ডল এর হাতে তুলে দেন তিনি। জহিরুল হক সোহেল দীর্ঘদিন যাবৎ এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ইউনিফর্ম বিতরণ সহ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহ খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন। শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, এই এলাকার অনেকেই আমরা নিম্ন আয়ের মানুষ। আমাদের ছেলে মেয়েদের ফরম ফিলাপ এর জন্য একসাথে এতগুলো টাকা দেয়া কষ্টকর হয়ে যেতো। সোহেল ভাই আমাদের সন্তানদের বিভিন্ন সময় শিক্ষা উপকরণ সহ পরিক্ষার ফি দিয়ে আসছেন। এবার তিনি এসএসসি পরিক্ষার ফরম ফিলাপ এর টাকা দিয়ে দিয়েছেন। এমন মানবিক কাজ করে প্রশংসায় ভাসছেন তিনি।