ঠাকুরগাঁও প্রতিনিধি : পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান শেষে বিনামূল্যে ২৪০জন কৃষকের মাঝে জিংক ধানের ভিত্তি বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে পৃথকভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ও জগন্নাথপুর ইউনিয়নে কৃষকদের প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও বাস্তবায়ন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্প। বড়গাঁও ইউনিয়নের কিসমত চামেশরী দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত কৃষকদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাসিরুল আলম।
অপরদিকে জগন্নাথপুর ইউনিয়নের ভালুকাই হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত কৃষকদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান আলী। অনুষ্ঠানে বড়গাঁও ও জগন্নাথপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মোঃ আবু তালহা শিশির ও ইএসডিওর কর্মকর্তাগণ বক্তব্য দেন। এসময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে তাঁরা এর উৎপাদন ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন। প্রশিক্ষণ প্রদান শেষে বড়গাঁও ও জগন্নাথপুর ইউনিয়নের ২৪০ জন কৃষককে বিনামূল্যে ৪ কেজি করে মোট ৯৬০ কেজি পুষ্টিসমৃদ্ধ জিংক জাতের ব্রি ধান-৭৪ ও ব্রি ধান-১০২ এর ভিত্তি ধান বীজ বিতরণ করা হয়।