ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘জিংক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয় মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মাইকিংয়ের মাধ্যমে সপ্তাহব্যাপী প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ উপজেলা ও রাণীশংকৈল উপজেলার ৪৭টি গ্রামে এই প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। হারভেস্টপ্লাসের বাস্তবায়নে রিয়েক্টস ইন প্রজেক্টের আওতায় জিংক ধান ও জিংক গমের এই প্রচারণা কার্যক্রমটি পরিচালনা করেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার ১৯টি ইউনিয়নের ৪৭টি গ্রামে মাইকিংয়ের মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান ও গম চাষের সম্প্রসারণে এই প্রচারণা কার্যক্রম পরিচালানা করা হয়।
তিনি বলেন, ৪৭টি গ্রামে মাইকিংয়ের মাধ্যমে বায়ো ফোর্টিফাইড জিঙ্ক ধান ব্রিধান৭৪, ব্রিধান৮৪, ব্রিধান১০০ ও ব্রিধান১০২ এর উৎপাদন প্রযুক্তি এবং মানবদেহে জিংক পুষ্টির চাহিদা ও উপকারিতা সম্পর্কে শ্রুতিমধুর কন্ঠ ও মিউজিক এর মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজগুলির প্রচার করা হয়। পাশাপাশি এ সময় সকল জিংক সমৃদ্ধ ধান ও গমের উপরে লিখিত লিফলেট ও ব্রুশিয়ার বিলি করা হয়। উপজেলার বিভিন্ন স্তরের বাসিন্দাগন হারভেস্টপ্লাস ও ইএসডিও এর এই প্রচারণা কার্যক্রমে সাগ্রহে সারা দেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। তারা এই প্রচারণা কার্যক্রমের সফলতা কামনা করেন। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম বলেন, পুষ্টিসমৃদ্ধ জিংক ধান ও গম মানবদেহের অনেক চাহিদা পূরণ করে। তাই আমরা তাদেরকে সবসময় সহযোগিতা করে আসছি এবং কৃষকদের উদ্বুদ্ধ করছি পুষ্টিসমৃদ্ধ এই ফসল উৎপাদন করার জন্য।