ঠাকুরগাঁও প্রতিনিধি : চাঁদা ও সভাপতির পদ না দেওয়ার ঠাকুরগাঁওয়ের নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সম্পর্কে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে অবস্থিত নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সামনের এই মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে ওই মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দৈনিক আজকের পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সভাপতি পদ দাবি করেন, তা দিতে মাদরাসা কর্তৃপক্ষ অপারগতা দেখালে সাংবাদিক সাদ্দাম ১০ লক্ষ চাঁদা দাবি করে। পদ ও চাঁদা না দেওয়ায় সাংবাদিক সাদ্দাম হোসেন মাদরাসা নিয়ে ভূয়া তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ সাংবাদিক সাদ্দাম হোসেনের বিচার দাবি করেন।