মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে নগরীর বাবুরাইল থেকে ৪ জন ডাকাত আটক করে। রবিবার ২৪ জানুয়ারি রাতে ১নং বাবুরাইল ১১৮/১ মোবারকশাহ রোডস্থ বনফুল সুইটস (প্রা:) নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ডাকাতির প্রস্তুতি কালে তাদের আটক করে। গ্রেপ্তারকৃত আসামিয়া হল আসামী ১। মো: রবিন (৪০), পিতা- মৃত আজাদ, মাতা- আনোয়ারা বেগম, স্থায়ী : (০২ নং বাবুরাইল মসজিদের সামনে) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ। বর্তমান : (০২ নং বাবুরাইল কুতুব মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ আসামী ০২।
হৃদয় সিকদার @ সুমন আহমেদ (২৮), পিতা- খোকন সিকদার @ শরাফত @ কামাল, মাতা- মায়া বেগম, স্থায়ী : বর্তমান : গ্রাম- ভূইয়া পাড়া (৪৮৪/৪ শাহ সুজা রোড) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ। আসামী ০৩। মো: সজল (২১), পিতা- মো: শুক্কুর আলী, মাতা- মোছা: নাজমা, স্থায়ী : গ্রাম- গঙ্গীপাড়া, উপজেলা/থানা- রাঙ্গাবালী, জেলা -পটুয়াখালী, বাংলাদেশ বর্তমান : গ্রাম- নারায়নগঞ্জ (জল্লাপাড়া মসজিদ গলি সুমনের বাড়ীর ভাড়াটিয়া) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ আসামী ০৪।
মো: মকবুল সরদার (৪০), পিতা- মৃত সুলতান সরদার, মাতা- আনোয়ারা বেগম, স্থায়ী : গ্রাম- সৈয়দপুর (সৈয়দপুর বড় বাড়ী) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে মোট সুইচ গিয়ার ২টি, চাপাতি ১টি, ছোড়া-২টি, রড-৫টি, হাম্বল-১টি, উদ্ধার’সহ পলাতক ০৩ জন অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।