তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ পাথর নিক্ষেপ করে পুরাতন ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২জুলাই) বিকাল থেকে বিভিন্ন জায়গার লোকজন এসে সমাগম হয় বাসস্ট্যান্ড বড় মসজিদের সামনে। পরে মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয় এবং প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে নেতৃত্ব দিয়ে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ফুলপুর শাখার সভাপতি মুফতি নজরুল ইসলাম কাশেমী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ সভাপতি ইউসুফ আলী, বিল্লাল হোসেন, যুব আন্দোলনের সভাপতি শামছুল হুদা, ছাত্র আন্দোলনের সভাপতি মিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক জিহাদ হাসান প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে এ মর্মান্তিক ভাবে হত্যা করে। পুলিশ যুবদল নেতা মঈনসহ ৪ জনকে আটক করেছে। জানা গেছে, সোহাগের বন্ধু মামুন বলেন, দু-তিন মাস ধরে মঈন প্রতি মাসে চাঁদা দাবি করত সোহাগের কাছে। সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে কিছুদিন আগে দোকানের সামনে এসে তাকে ‘দেখে নেওয়া’র হুমকি দিয়ে চলে যায়। পরে সন্ধ্যায় সোহাগকে একা পেয়ে মঈনসহ ৪-৫ জন মিলে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে।
নির্যাতনের সময় তারা তার পরনের পোশাকও খুলে ফেলে এবং শরীরের উপর উঠে নিত্য করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তাকে বাঁচাতে কেউ ভয়ে এগিয়ে যেতে পারিনি। কারণ মঈন যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী। তার বিরুদ্ধে মিটফোর্ড হাসপাতালের ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। এমনকি হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।