দৈনিক যুগান্তরের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি নাজিমুদ্দিন রানা ভূমি অফিসে তথ্য চাইতে গিয়ে আজ বিকালে আটক হয়েছেন; কী এমন গোপন তথ্য যা সাংবাদিকদের দেওয়া যাবেনা, যে তাকে গ্রেফতার করতে হবে? সহকারী কমিশনার ভূমি মিসেস নাজমুন লায়েল তাকে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়েছেন। সাংবাদিক রানা এখন লোহাগাড়া থানায় রয়েছে।
অবিলম্বে তার নি:শর্ত মুক্তির দাবি করছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, তথ্য চাইতে গিয়ে যদি একজন সাংবাদিক আটক কিংবা গ্রেফতার হন তবে সংবাদ প্রকাশ করা হলে তার কী ফাঁসি হবে? এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি নাজমুন লায়েলের সাথে বিএমএসএফের পক্ষ থেকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।