পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-তারুণ্যের শক্তি নতুন বাংলাদশে গড়ার লক্ষ্যে পটিয়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ¯েøাগানে ফুটবল প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় আয়োজিত উদ্বোধনী খেলায় চমৎকার নৈপূন্য দেখিয়ে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে হাইদগাঁও উচ্চ বিদ্যালয় কে হারিয়ে ফাইনালে অবতীর্ণ হয়। দিনের অপর খেলায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় বনাম চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের মধ্যে প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ম্যাচের নির্ধারিত সময়ে গোলশূণ্য ড্র হলে খেলা গড়াই ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে আদর্শ স্কুলকে হারিয়ে ফাইনালে অবতীর্ণ হয় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার (২জানুয়ারী) বিকেল ৩টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহবায়ক ফারহানুর রহমান।
এতে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্লাবন কুমার বিশ^াস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব সাহাব উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার বাবুল কান্তি দে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ জেলার সমন্বয়ক রিদওয়ান সিদ্দিকী, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো: নাছির উদ্দিন, মো: শাহজাহান চৌধুরী, মিশকাত আহমদ, সাংবাদিক শফিউল আজম, ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ প্রমূখ।
আজ শুক্রবার (৩ জানুয়ারী) বিকেল ৩টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলায় প্রতিন্দ›িদ্বতা করবেন দুই শক্তিশালী ফুটবল দল আবদুল সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় বনাম চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়।