নিজস্ব প্রতিবেদকঃ-কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফাহিম সরকারের নাম ব্যবহার করে রুহুল আমিন নামে এক সৌদি প্রবাসীর কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ উঠেছে তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ আল আমিন হক বাবু (২৬)’র বিরুদ্ধে।
জানা যায় গত মঙ্গলবার (১৫ এপ্রিল) ০১৭৫১-৮৩৩১০১ এই নাম্বার থেকে সোশ্যালমিডিয়া হোয়াটসঅ্যাপে সৌদি প্রবাসী রুহুল আমিনের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে একটি মেসেজ পাঠায় চাঁদাবাজ আল আমিন হক বাবু।
মেসেজে যা লেখা ছিলো….
তিতাস উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা কক্সবাজার যাচ্ছি বিচার আচার পরে আপনি আমাদের কে সহযোগিতা স্পনসর করে সাথে থাকার অনুরোধ রইলো।
মো ফাহিম সরকার
আহ্বায়ক
তিতাস উপজেলা ছাত্রদল।
আল আমিন হক বাবু, সদস্য সচিব, তিতাস উপজেলা ছাত্রদল
সৌদি প্রবাসী রহুল আমিন জানান, তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব চাঁদাবাজ আল আমিন হক আমাকে ফোন করে জানায়, তিতাস উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তারা সবাই কক্সবাজার যাচ্ছে এবং আমার কাছ থেকে সহযোগিতা চায়। পরে আমি তাদের ১০ হাজার টাকা বিকাশে পাঠাই ০১৭৫১-৮৩৩১০১ এই নাম্বারে। এ টাকা পাঠানোর পর চাঁদাবাজ-মাদকাসক্ত আল আমিন হক বাবু আমাকে পূনরায় ফোন করে বলেন, আপনি ১০ হাজার টাকা দিলেন কেন। আপনি এলাকায় বাড়ির কাজ করছেন। বিদেশ থেকে এসে বাড়িতে থাকার ইচ্ছে আছে আপনার? আপনি ১০ লক্ষ টাকা পাঠান। না হলে আপনার অনেক বড় ক্ষতি হবে বলে দিলাম। আমি তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। এই বলে হুমকি প্রদান করে চাঁদাবাজ আল আমিন হক বাবু।
এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়াকে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।
তিতাস উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফাহিম সরকারের সাথে কথা হলে তিনি বলেন, এ ঘটনা আমার দৃষ্টিগোচর হয়েছে এবং আমার কাছে একটি স্ক্রিনশটও এসেছে। আল আমিন হক বাবুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে জেলা কমিটি।
অভিযুক্ত আল আমিন হক বাবুকে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।